ক্রীড়া প্রতিবেদক
বহু প্রতীক্ষার পর আজ উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেন। ঐতিহাসিক এই দিনটিকে স্বরণীয় করে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও ছিল আয়োজন। সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তরে আয়োজিত অনুষ্ঠানটি বাফুফে ভবনে ভার্চুয়ালি প্রদর্শন করা হয়।
এরপর দুপুরে ঐতিহাসিক ২৫ জুনকে স্মরণীয় করে রাখা হয় কেক কাটার মধ্য দিয়ে। কেক কাটেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এসময় বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরাও সেখানে ছিলেন। কেক কাটার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান পদ্মা সেতু গোটা দেশেরই উন্নয়ন। পদ্মা সেতু হওয়ার কারণে ফুটবলের ভেন্যু আরও বাড়বে বলে জানান কাজী সালাউদ্দিন।
বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন পদ্মা সেতু মেয়েদের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে। আর পদ্মার ওপার থেকে আরও ফুটবলার উঠে আসবে বলে জানান তিনি। পদ্মা সেতুর উদ্বোধনে দারুণ খুশী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।