ক্রীড়া প্রতিবেদক
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রেফারির শেষ বাশি বাজার সাথে সাথে কাওরান বাজার প্রগতি সংঘের ফুটবলারদের সে কি উল্লাস। বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের উৎসব করেছে তারা। ফাইনাল ম্যাচে ওয়ারী ক্লাবকে তারা হারিয়েছে ৩-০ গোলে।
প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়েছে কাওরান বাজার। ৭ মিনিটে শাহিবুলের গোলে লিড নেয় কাওরান বাজার প্রগতি সংঘ। ম্যাচের ৫৬ মিনিটে রেফারির পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা বন্ধ ছিল ছয় মিনিটের মতো। ডি বক্সের ভেতর ওয়ারির এক ফুটবলারের হাতে বল লেগেছে জানিয়ে পেনাল্টি দেন রেফারি। এরপর যখন স্পট কিক নেয়ার প্রস্তুতি নিচ্ছিল কাওরান বাজার তখন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে ওয়ারী ক্লাবের ফুটবলাররা। এরপর অবশ্য মাঠে প্রবেশ করে ওয়ারীর ফুটবলাররা। আর তাদের গোলকিপারও পরিবর্তন করে নেয়। কিন্তু দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচতে পারেনি তারা। ৬২ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আরিফ।
ম্যাচ যখন শেষ দিকে তখন ইনজুরি টাইমে আরও এক গোল করে কাওরান বাজার। ৯৯ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন শাহিবুল। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন কাওরান বাজারের শহিদুল মোস্তফা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ওয়ারী ক্লাবের আকাশ ইসলাম। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাওরান বাজারের আরিফ হোসেন ও ফর্টিস এফসির আবু বকর সিদ্দিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য জাকির হোসেন, টিপু সুলতান, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ, মহিদুর রহমান মিরাজ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ১১টি দল নিয়ে গত ২০ সেপ্টম্বর শুরু হয় এই টুর্নামেন্ট।