ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।
এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে এসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. খুরশিদুল আলম, মহাসচিব ডা. মোঃ আলী ইমরান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক ডা. নুরুজ্জামান খন্দকার, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাস, ডা. দেবাশিস চৌধুরী, ডা. নিলুফার ইয়াছমীন, ডা. মোঃ রাসেল, ডা. শায়লা শারমিন শাহনেওয়াজসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।