বিজয় দিবস টেনিসে কাব্য গায়েনের দ্বিমুকুট জয়

ক্রীড়া প্রতিবেদক

শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। মোট ৮ টি ক্যাটাগরিতে হয়েছে প্রতিযোগিতা। ৩০ টি ক্লাব ও সংস্থার ২১০ জন প্রতিযোগী অংশ নেয় এবারের টুর্নামেন্টে। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার। ফাইনাল ম্যাচে আমেরিকান ক্লাবের রুস্তম আলীকে ৪-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

এককে না পারলেও দ্বৈতে মিলন হোসেনের সাথে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তম আলী। নারী এককের দুই ফাইনালিস্ট ছিলেন বিকেএসপির। হালিমা জাহান ৬-২, ৬-১ গেমের সহজ জয় পেয়েছেন সুবর্না খাতুনের বিপক্ষে। মহিলা দ্বৈতের শিরোপা জিতেছেন ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার।

বিজয় দিবস টেনিসে বালক একক অনূর্ধ্ব-১৮ ও ১৪ দুই ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির কাব্য গায়েন। বাংলাদেশের নাম্বার ওয়ান হওয়ার স্বপ্ন তার। এছাড়া বালিকা একক অনূর্ধ্ব ১৮ তে বিকেএসপির হালিমা জাহান ও অনূর্ধ্ব ১৪ তে মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার চ্যাম্পিয়ন হয়েছেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এ সময় টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার, সহ-সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), শাহজালাল ইসলামী ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.