বিপিএল থেকে মুক্তিযোদ্ধার অবনমন

ক্রীড়া প্রতিবেদক

এএফসি উত্তরার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমন হল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। আজ চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরে অবনমন নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার। প্রিমিয়ার লিগ থেকে দুটি দলের অবনমন হবে। এএফসি উত্তরার আগেই অবনমন হয়েছে। বাকি অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ কেসি। আজ মুক্তিযোদ্ধার পরাজয়ের পর রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী অবনমন এড়ালো।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ কেসি। কোন কিছু বোঝার আগেই ম্যাচে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচ শুরু হওয়ার ১৫ সেকেন্ডের মাথায় গোল করেন ডেভিড। ১১ সেকেন্ডে অনিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। তবে ২৬ মিনিটের সময় ধাক্কা খায় চট্টগ্রামের দলটি। মুক্তিযোদ্ধারা ফুটবলারকে আঘাত করার কারণে সরাসরি লাল কার্ড দেখেন তারেক।

দশজনের আবাহনীকে পেয়ে সুযোগ তৈরি হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধার সামনে। সেই সুযোগে ২৯ মিনিটে ইমানুয়েলের গোলে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা । কিন্তু এরপর ম্যাচে আর কোন গোল না হলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ কেসি। ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মুক্তিযোদ্ধা। সমান সংখ্যক ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.