ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ দুটি ম্যাচ সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে নামবে স্কালোনির শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে পূর্ণ শক্তির দলই গড়েছেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।