ব্রাজিলিয়ান ঝলকে গ্রুপ সেরা হয়ে শেষ আটে ঢাকা আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

দুই ব্রাজিলিয়ানের ঝলকে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে গেল ঢাকা আবাহনী। রহমতগঞ্জের বিদায়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে পৌছাল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কোয়ার্টার ফাইনালে আবাহনী পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আর স্বাধীনতা পেল সাইফ স্পোর্টিং ক্লাবকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তাদের ঘানার ফরোয়ার্ড ফিলিপ আজা যে শট নিলেন তা চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। তবে ১৫ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। ডি বক্সের ভেতর আবাহনীর নুরুল ফয়সালের সাথে বলের দখল নিয়ে লড়াই শুরু হয় ফিলিপ আজার। শেষ পর্যন্ত বলের দখলে ফিলিপ জিতে বল পাঠিয়ে দেন এনামুল ইসলাম গাজীর কাছে। গাজীর প্লেসিং শটে বল টুটুল হোসেন বাদশাহর পায়ে লেগে আবাহনীর জালে বল জড়ায়।

তবে এই লিড দুই মিনিটও ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ১৭ মিনিটে পেনাল্টি পায় ঢাকা আবাহনী। ড্যানিয়েল কলিন্ড্রেসকে বক্সের ভেতর তারেক ফেলে দিলে পেনাল্টির বাশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিলটন গোমেজ।

এরপর ৪২ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জও। ফিলিপ আজা তার কারিশমা দেখাতে গিয়ে বল উপরে উঠালে তা বাদশাহর হাতে লাগে। পেনাল্টির বাশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি ঘানার এই ফুটবলার। ঢাকা আবাহনীর গোলকিপার মাহফুজ হাসান প্রিতমকে পরাস্ত করতে পারেন নি ফিলিপ।

৫০ মিনিটে কমলাপুর মাঠে দেখা গেছে ব্রাজিলিয়ান ঝলক। আবাহনীর অধিনায়ক ব্রাজিলিয়ান রাফায়েল অগস্তো যেভাবে বল নিয়ে ঢুকে গিয়েছেন তা ছিল দেখার মতো। তার বাড়িয়ে দেয়া বলে আরেক ব্রাজিলিয়ান ডরিলটন গোমেজের ব্যাক হিলে বল রহমতগঞ্জের জালে। ম্যাচে ডরিলটনের দ্বিতীয় একইসাথে আবাহনীরও দ্বিতীয় গোল।

৭০ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। সানোয়ার হোসেন রাফায়েলকে বক্সের ভেতর ফেলে দেন। স্পট কিক থেকে গোল করে আবাহনীকে ৩-১ গোলে এগিয়ে নেন রাফায়েল। অথচ ডরিলটন শট নিয়ে গোল করলে আবাহনীর হয়ে অভিষেকেই হ্যাটট্রিকের দেখা পেতেন। দ্বিতীয়ার্ধে দুই গোল করে ৩-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করে ঢাকা আবাহনী।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.