মোঃ শফিকুল আলম
নেপাল থেকে সুখবর দিল বাংলাদেশের মেয়েরা। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাই ব্রেকারে। আর সেখানে বাজিমাত করে বাংলাদেশ। বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের পাঁচটি শটের তিনটিই সেভ করেন। তার দারুন গোল কিপিংয়ের কারণে বিজয়ের উল্লাসে মাতে বাংলাদেশের খেলোয়াড়রা।
ক’দিন আগে ঘরের মাঠে ভারতের সাথে সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রেফারির ভুলের কারণে অনেক নাটক ও বিতর্কের পর দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবার ম্যাচ টাই ব্রেকারে গেলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে খেলা শেষ হয়।
যদিও আজকের ফাইনাল ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪ মিনিটে আনুশকার গোলে লিড নেয় ভারত। এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা। বিরতির পর ৭০ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। মুরমু বিথীর কর্নার থেকে গোল করেন বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না। এরপর আর কেউ জালের ঠিকানা খুঁজে না পেলে টাই ব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সুরভী প্রীতি। আর সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ইয়ারজান বেগম।