ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৯ রানে হেরেছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানে হেরেছিলো স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার দিলারা আকতার ১০ ও তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি ১৯ রানে ফিরেন।
অধিনায়ক নিগার সুলতানার সাথে দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মুরশিদা খাতুন। ২২ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। আগের ম্যাচে লড়াকু হাফ-সেঞ্চুরি করা নিগার এবার ৬ রানে থেমে যান।নিগারের আউটের পর দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফাহিমা খাতুন শূণ্য ও সুলতানা খাতুন ৪ রানে ফিরেন।
৬৯ রানে পঞ্চম উইকেট পতনের পর দলকে লড়াই ফেরানোর চেষ্টা করেন মুরশিদা ও রিতু। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৩২ রান যোগ করেন তারা। রিতু ২০ রানে থামলেও এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগান মুরশিদা। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরির পাননি তিনি। ৫টি চারে ৪৯ বলে ৪৬ রানে আউট হন মুরশিদা। নবম ব্যাটার হিসেবে মুরশিদার আউটের পর পুরো ২০ ওভার খেলে ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের রাধা যাদব ৩টি ও দিপ্তি শর্মা-শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট নেন।
জবাবে ১২০ রানের টার্গেটে খেলতে নামা ভারতকে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা দেয় বাংলাদেশ। ওপেনার শেফালি ভার্মাকে খালি হাতে ফেরান পেসার মারুফা আকতার। এরপর ক্রিজে এসেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন দয়ালান হেমালাথা। ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এতে ৫ দশমিক ২ ওভারে ১ উইকেটে ৪৭ রান পায় ভারত। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় পায় ভারত। ২৪ বলে অপরাজিত ৪১ রান করে ম্যাচ সেরা হন হেমালাথা। ৫ রানে অপরাজিত থাকেন ওপেনার ও স্মৃতি মান্ধানা। আগামী ২ মে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।