ক্রীড়া প্রতিবেদক
ভারতের টেস্ট দলটা ছিল শক্তিতে পূর্ণ। তবে টি-২০ দল তারুণ্যে ভরা। নতুন ওই দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ। গোয়ালিয়রে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৮.১ ওভার থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
রোহিত-বিরাট-জাদেজারা টি-২০ থেকে অবসর বলেছেন। নেতৃত্বভার পাওয়া সূর্যকুমারের দলে নেই পান্ত, জয়সোয়াল, বুমরাহ, কুলদীপরা। অভিষেক, মায়াঙ্ক, নিতিশদের নিয়ে শুরু করা সিরিজেও দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত।
গোয়ালিয়রে পরে ব্যাটিং কিছুটা সহজ ধরে টস জিতে শান্তদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। নিয়মিত উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রায় দুই বছর পর টি-২০ দলে ফেরা মেহেদী মিরাজ ছাড়া কেউ রান করতে পারেননি।
লিটন (৪) ও তার ওপেনিং সঙ্গী পারভেজ ইমন (৮) ব্যর্থ হন। পরেই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ। তারা যথাক্রমে ১২ ও ১ রান করেন। এরপর জাকির আলী ৮ রান করে ফিরলে ৫৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সেট হয়ে অধিনায়ক নাজমুল শান্ত ২৫ বলে ২৭ রান করে আউট হন। মেহেদী মিরাজ দলের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে। রিশাদ হোসেন ১১ ও তাসকিন ১২ রান যোগ করেন।