ক্রীড়া প্রতিবেদক
ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল ৫ সেপ্টেম্বর। ভুটানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
ভুটানের আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে গত কয়েক দিন ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে দুই ম্যাচই জিততে চায় বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে উন্নতি করাই লক্ষ্য জামাল তপুদের। র্যাংকিংয়ে এই মুহূর্তে ভুটান ১৮২ তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৮৪ তম।
তবে ভুটানের বিপক্ষে ম্যাচ অনেক কঠিন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া। জামাল জানিয়েছেন তিন মাস ধরে ম্যাচের বাইরে বাংলাদেশ দল। ভুটানের ফুটবলারদের সাথে এখানে বাংলাদেশ দলের পার্থক্য দেখছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভুটানের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ।