ক্রীড়া প্রতিবেদক
ভূটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে যাত্রা করলো বাংলাদেশ দল। সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে ভূটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল দিয়েছে বাংলাদেশ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৭ মিনিটে উমেলা মারমার গোলে লিড নেয় লাল সবুজের প্রতনিধিরা। নুসরাত জাহান এর অ্যাসিস্টে গোল করেন উমেলা। ২২ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৮ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রিয়ার দুর পাল্লার শট জায়গা করে নেয় ভুটানের জালে।
বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে চতুর্থ গোলে করে বাংলাদেশ। গোল করেন কানন রানী বাহাদুর। ৫৬ মিনিটে বাংলাদেশের অধিনায়ক রুমা আক্তার ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তবে একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। ৬৮ মিনিটে স্কোর লাইন হয় ৫-০। ৭৩ মিনিটে আবারও ভুটানের জালে গোল। ৭৫ মিনিটে সপ্তম গোল করে বাংলাদেশ। ইনজুরি টাইমে সুরভী আনন্দ প্রীতি গোল করে হ্যাটট্রিক করেন। আর ৮-০ গোলের বিশাল জয়ে খেলা শেষ করে বাংলাদেশ। বাংলাদেশ ও ভূটান ছাড়াও এই টুর্নামেন্টের আরেক দল নেপাল। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শনিবার নেপালের বিপক্ষে।