ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৬ আগস্ট ভারতে মাদার তেরেসা পুরষ্কারে ভূষিত হন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন। মাদার তেরেসা পুরষ্কার শেখ কামালকে উৎসর্গ করেছেন তরফদার মোঃ রুহুল আমিন।
আন্তর্জাতিক এই পুরস্কার প্রাপ্তিতে তরফদার মোঃ রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মাদার তেরেসা পুরষ্কার শেখ কামালকে উৎসর্গ করেন তরফদার মোঃ রুহুল আমিন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে থেকেও অনেক সংগঠক এসেছিলেন তরফদার মোঃ রুহুল আমিনকে সংবর্ধনা দিতে। ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কর্মকর্তারা। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে হ্যান্ডবল স্টেডিয়াম সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়।
তরফদার মোঃ রুহুল আমিনের এই পুরস্কার প্রাপ্তিকে বড় অর্জন বলেছেন বক্তরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এবং বাশাআপ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ মারুফ হাসান।