ক্রীড়া প্রতিবেদক
দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হক্রীড়া প্রতিবেদকলে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প নেই। ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে বিকেল চারটায়।
পরিসংখ্যানে বাংলাদেশ ও মালদ্বীপ সমানে সমান। দুই দলের এ পর্যন্ত ১৫ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৬ বার। মালদ্বীপও জিতেছে ৬ বার। বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র। তবে ২০০৩ সালের পর সাফ টুর্নামেন্টে বাংলাদেশ কখনো মালদ্বীপকে হারাতে পারেনি। এবার সেই পরিসংখ্যানকে পাল্টে দেয়ার কথা বলছে বাংলাদেশ দলের ফুটবলাররা।
বাংলাদেশ প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছে ২-০ গোলে। আবার মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে একই ব্যাবধানে। এক ম্যাচ হেরেই সবকিছু শেষ হয়ে যায়নি মনে করছেন ফুটবলাররা।