মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মো: শফিকুল আলম

বন্যার কারণে সিলেট থেকে ম্যাচের ভেন্যু ঢাকাতে পরিবর্তন হলেও গোলবন্যা থেকে বাঁচেনি মালয়েশিয়া। ফিফা র‍্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলকে গোলবন্যায় ভাসিয়ে ৬-০ গোলে ম্যাচ জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়াকে চেপে ধরে বাংলাদেশ দল। ৩ মিনিটে দারুন সুযোগ নষ্ট করেন সাবিনা। সানজিদার ক্রস থেকে সাবিনার ভোলি চলে যায় উপর দিয়ে।
তবে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নারে বল গ্রিপে নিতে পারেন নি মালয়েশিয়ার গোলকিপার। একদম ফাঁকা জায়গায় বল জড়ান আখি খাতুন। এরপর ১২ মিনিটে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেন নি সানজিদা।

১৮ মিনিটে দুই বার গোলের সুযোগ নষ্ট করেন সাবিনা। তা না হলে তখনই ২-০ গোলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে ২৬ মিনিটে সাবিনা আর ভুল করেন নি। স্বপ্নার বাড়ানো বলে মালয়েশিয়ার গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান বাংলাদেশের অধিনায়ক। ৩০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনার ক্রস থেকে একদম ফাঁকা জায়গায় ছিলেন আখি। ম্যাচে নিজের দ্বিতীয় গোল সহজেই করেছেন আখি। বাংলাদেশরে পরিকল্পনা মাফিক আর গতিময় ফুটবলের কারণে একেবারে কোনঠাসা হয়ে পড়ে মালয়েশিয়ার মেয়েরা। ৪২ মিনিটে নিচিত গোলের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সাবিনার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়।  তবে প্রথমার্ধেই মালয়েশিয়ার জালে চার গোল দেয় বাংলাদেশ দল। ৪৫ মিনিটে সাবিনার কাছ থেকে বল পেয়ে স্কোরলাইন ৪-০ করতে ভুল করেন নি স্বপ্না। এক মিনিট পরই কৃষ্ণার শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতি থেকে ফিরেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ৬২ মিনিটে দুটি পরিবর্তন আনে স্বাগতিকরা। সিরাত জাহান স্বপ্ন ও সানজিদার জায়গায় মাঠে নামেন শামসুন্নাহার ও রিতু পর্না। ৬৭ মিনিটে আরেক গোল করে বাংলাদেশে। এবার গোলদাতা মনিকা চাকমা। বাংলাদেশের গোল উৎসবের দিনে ষষ্ঠ গোলটি করেছেন কৃষ্ণা রানী সরকার। ৭৪ মিনিটে ঋতু পর্নার ক্রস থেকে হেডে গোল করেন কৃষ্ণা। ৮১ মিনিটে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। গোলকিপার রুপনা চাকমার জায়গা মিলি আক্তার, কৃষ্ণা রানীর জায়গায় আনুচিং মুগিনি, আর অধিনায়ক সাবিনার জায়গায় মাঠে নামেন মার্জিয়া। তবে ম্যাচের বাকিটা সময় আর গোল হয়নি। ৬-০ গোলে ম্যাচ জয়ের পর টগবগে আত্নবিশ্বাস নিয়ে ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.