মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি হাতে বাংলাদেশের মেয়েদের উল্লাস। নিয়মিত সাফল্য পাওয়া বাংলাদেশের মেয়েদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বাংলাদেশের মেয়েদের জন্য যে লাকি ভেন্যু তা আবারও প্রমাণ হলো। প্রথমবারের মতো ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক ম্যাচ ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার সিরিজটাও জিতে নিল আখি, মারিয়া, সাবিনারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

যদিও দ্বিতীয় ম্যাচ গোলশুরন্য ড্র হয়েছে। ম্যাচে অবশ্য প্রাধান্য বিস্তার করে খেললেও মালয়েশিয়ার রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ছয় গোল হজমের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার রক্ষণ রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে।

৮ মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ তৈরি করে। কিন্তু আঁখির শট ফিরিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার। ১১ মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট হয়। মনিকার শটে মাসুরা বলে পা ছুয়েছিল। কিন্তু বল চলে যায় উপর দিয়ে।
১৮ মিনিটে সাবিনার শট ক্রস বারের উপর দিয়ে উঠিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার। দ্বিতীয়ার্ধে অবশ্য তেমন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে ১৭টি কর্ণার পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচ ড্র হলেও সিরিজ জয়ের ট্রফি নিয়ে ফিরতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। সেরা খেলোয়াড় হয়েছেন মারিয়া মান্ডা। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন আঁখি খাতুন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.