ক্রীড়া প্রতিবেদক
কাল বাদে পরশু শুরু এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। শুরুতেই বাংলাদেশ পাচ্ছে ই গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ বাহরাইনকে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৯ ধাপ এগিয়ে বাহরাইন। জামালদের সব পরিকল্পনা এখন বাহরাইনকে ঘিরে। ম্যাচ ভেন্যু ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল।
কিভাবে ডিফেন্স অটুট রেখে আক্রমণে যাওয়া যায় এসব নিয়ে আজ কাজ হয়েছে বলে জানিয়েছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বলছেন দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বাহরাইন শক্ত প্রতিপক্ষ হলেও বাংলাদেশ জয়ের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি।
মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি ভালো থাকায় স্টেডিয়ামের পুরো গ্যালারিতেই খেলা দেখতে পারবেন দর্শকরা। সেক্ষত্রে ৬০ হাজার দর্শকের সুযোগ থাকছে খেলা দেখার। যেখানেই খেলা হোক না কেন প্রবাসী বাংলাদেশীরা সবসময়ই বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে ছুটে আসেন। এশিয়ান কাপের বাছাইপর্বেও প্রবাসী বাংলাদেশীদের মাঠে আসার আহবান জানিয়েছেন আতিকুর রহমান ফাহাদ ও মাসুদ পারভেজ কায়সার।