মোহামেডান জয় পেলেও পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

মজিবর রহমান জনির শেষ মুহূর্তের গোল পরাজয় থেকে বাঁচলো বসুন্ধরা কিংস। শুক্রবার নিজেদের মাঠ কিংস অ্যারেনায় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল ব্রাদার্স। টানা পাঁচ জয়ে মোহামেডান ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। বসুন্ধরা কিংস সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। সমান সংখ্যক ম্যাচে ব্রাদার্সেরও পয়েন্ট ৮।

৩৯ মিনিটে সেনেগালের চেক সেনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে নাটকীয়ভাগে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন বসুন্ধরা কিংসের মজিবর রহমান জনি।

এদিকে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম ৫ ম্যাচের ৫টিতেই জিতলো মোহামেডান। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের রানার্সআপ দলটি। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান।

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না মোহামেডানের আক্রমণভাগের প্রাণভোমরা অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তার অনুপস্থিতি গোলের জন্য ভুগিয়েছে সাদা-কালোদের। তবে শুরুর দিকে পাওয়া গোলটি ধরে রেখে আরও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল। ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ৯।

ম্যাচের ১৭ মিনিটে ঘানার আরনেস্ট বোয়েটেং বক্সের মধ্যেই আড়াআড়ি ক্রস করেন। প্রথম পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.