ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা শনিবার শুরু

ক্রীড়া প্রতিবেদক

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী শনিবার শুরু হচ্ছে ১৮তম প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। এই টুর্নামেন্ট উপলক্ষে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক কাজী ইয়ামীনুর রশিদ তুর্য, ইআরসি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, টুর্নামেন্ট ডাইরেক্টর প্রকৌশলী ছানাউল হক বকুল।

এবারের টুর্নামেন্টে সারা দেশের ৩০টি টেনিস ক্লাবের পুরুষ ও নারী মিলে মোট ৪৯৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের বাজেট ১৩ লাখ টাকা। ম্যাক্স গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক কাজী ইয়ামীনুর রশিদ তুর্য জানিয়েছেন খেলাধূলায় ম্যাক্স গ্রুপ অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে।

তিনি জানান, ‘যেসব স্পোর্টস লাইমলাইটে আসতে পারেনি যেমন কিছু দিন আগে আমরা সুইমিং ফেডারেশনের সুইমিং কম্পিটেশনে ছিলাম, আজকে টেনিস টুর্নামেন্টে এসেছি। যে কোন স্পোর্টসের সাথে ম্যাক্স সব সময় থাকে বিশেষ করে ম্যাক্স তাদের সাথে আরও বেশি থাকে যে স্পোর্টসগুলো লাইমলাইটে আসতে পারে না। আমরা ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, যে স্পোর্টসগুলো পিছিয়ে আছে সেগুলো বেশি বেশি প্রচার করেন। যাতে করে সারা বাংলাদেশে সেই স্পোর্টসের পরিচিত বাড়ে এবং ছোট ছোট ছেলে মেয়েরা আগ্রহী হয়’।

ইআরসি টেনিস মাঠে আগামী ১১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.