ক্রীড়া প্রতিবেদক
নিজেদের ১০ম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম কিংস। আজ লিগ পর্বে এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো চট্টগ্রাম। ১২ ম্যাচে ১২ পয়েন্ট আছে দুর্বার রাজশাহীরও। রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে উঠলো চট্টগ্রাম।
১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স। বাকী ২ ম্যাচের ১টিতে খুলনা হেরে গেলেই তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠবে যথাক্রমে- চট্টগ্রাম ও রাজশাহী। রংপুরের বিপক্ষে চট্টগ্রামের জয়ে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের। সিলেট স্ট্রাইকার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিলো ঢাকা।
প্রথম আট ম্যাচ জিতে শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর। টানা তিন ম্যাচ হেরে শীর্ষস্থান হারালো রংপুর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে এখন রংপুর। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।