ক্রীড়া প্রতিবেদক
দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ব্যাটিং ঝড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো সফরকারী পাকিস্তান। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল পাকরা। প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতেছিলো আয়ারল্যান্ড। ফখর ৪০ বলে ৭৮ এবং রিজওয়ান ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করেন।
ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৫ রান তুলে আয়ারল্যান্ড। আগের ম্যাচের হিরো এন্ডি বলবির্নি ১৬ ও অধিনায়ক পল স্টার্লিং ১১ রান করে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির শিকার হন। এরপর তৃতীয় উইকেটে ৪৭ বলে ৬২ রান যোগ করেন লরকান টাকার ও হ্যারি টেক্টর। ১২তম ওভারে টেক্টরকে আউট করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন পেসার আব্বাস আফ্রিদি। ৪টি চারে টেক্টর ৩২ রানে ফিরলেও, ৩২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন টাকার। অর্ধশতকের পর আব্বাসের দ্বিতীয় শিকার হওয়া টাকার ৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৫১ রান করেন ।
টাকারের পর কার্টিস ক্যাম্ফারের ১৩ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২২ এবং গ্যারেথ ডিলানির ১০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ২৮ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। পাকিস্তানের শাহিন শাহ ৪৯ রানে ৩টি এবং আব্বাস ৩৩ রানে ২ উইকেট নেন।
১৯৪ রানের জবাবে খেলতে নেমে ১৩ রানের মধ্যে ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব ৬ ও অধিনায়ক বাবর আজম খালি হাতে ফিরেন। শুরুর ধাক্কা কাটিয়ে উঠে পাকিস্তানকে দারুনভাবে লড়াইয়ে ফেরান রিজওয়ান ও ফখর। ৩৪ বলে টি-টোয়েন্টিতে ২৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। পরের ওভারে টি-টোয়েন্টিতে ১১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ৩১ বল খেলা ফখর।
১৫তম ওভারে সাজঘরে ফেরার আগে ৬টি করে চার-ছক্কায় ৪০ বলে ৭৮ রান করেন ফখর। দলীয় ১৫৩ রানে ফখর ফেরার পর চতুর্থ উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন রিজওয়ান ও আজম খান। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচ সেরা হন রিজওয়ান। এ ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের বাবর। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে পাকিস্তান ও আয়ারল্যান্ড।