র‌্যাংকিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে দারুন পারফরমেন্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়, তাসকিন আহমেত ও মাহেদি হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ শেষে সিরিজে এখন পর্যন্ত ১টি হাফ সেঞ্চুরিসহ সর্বোচ্চ ১২৭ রান সংগ্রাহক হৃদয়। তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হৃদয়ের ৩৮ বলে ৫৭ রানের ইনিংসের সুবাদে সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ব্যাট হাতে দারুন পারফরমেন্সে র‌্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি হয়েছে ডান হাতি ব্যাটার হৃদয়ের। ৯০তমস্থানে উঠেছেন তিনি। বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ৫৭২ রেটিং নিয়ে ২৬তম স্থানে উঠেছেন তাসকিন। এটিই তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাসকিন। পরের দুই ম্যাচেও বল হাতে ছন্দে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট ও তৃতীয় ম্যাচে ১ উইকেট নেন তাসকিন।

সিরিজে ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২২তমস্থানে উঠেছেন মাহেদি। তার রেটিং ৫৮৯। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়ায় পাঁচ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে উঠেছেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ভারতের সূর্যকুমার যাদব, বোলারদের তালিকায় ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.