মোঃ শফিকুল আলম
হতাশ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র্যাংকিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের কাছে ১-০ গোলে হেরেছে জামাল ভূইয়ারা। তাও আবার ঘরের মাঠে। এর ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। গত শনিবার প্রথম ম্যাচ ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ের লক্ষ্য ছিল বাংলাদেশ দলের। কিন্তু সিশেলস যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা।
সিশেলসকে আমন্ত্রণ জানিয়ে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ। এই দুই ম্যাচের আগে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পও হয়েছে বাংলাদেশের। কিন্তু এর ফল ঘরে তুলতে পারেনি জামাল, তপুরা।
সিলেট জেলা স্টেডিয়ামে নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়াকে বসিয়ে আজ বাংলাদেশের সেরা একাদশ সাজান হেড কোচ হ্যাভিয়ের কেবরেরা। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন তপু বর্মন। ম্যাচের ১৮ মিনিটে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন রিমন হোসেন। তার জায়গায় মাঠে নামেন আলমগীর মোল্লা। আন্তর্জাতিক ফুটবলে আজ তার অভিষেক হয়েছে।
২২ মিনিটে গোলের দারুন এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। আলমগীরের ক্রস থেকে রাকিব পা ছোঁয়াতে পারলেই বল হয়তো বল জালের ঠিকানা খুঁজে পেত। ৪৮ মিনিটে জোরালো এক শট নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তপু বর্মন। কিন্তু সিশেলসের গোলকিপারের কারণে সফল হতে পারেননি। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৬০ মিনিটে সাদ উদ্দিন প্রতিপক্ষের এক ফুটবলারকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজানো রেফারি। স্পট কিক থেকে গোল করেন ম্যানসিনি। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় সিশেলস। সাতাশি মিনিটে গোল পরিশোধের সুযোগ এসে গিয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি জামাল ভূইয়া। পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।