ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয়ার্ধে রবার্ট লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে লা লিগায় সোমবার ১০ জনের ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এই জয়ে কাতালান জায়ান্টরা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে একটু আগে ভাগেই শিরোপা জয় উদযাপনে বাঁধা হয়ে দাঁড়াতে পেরেছে। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ।
নিজ মাঠে ফারমিন লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। স্ট্রাইকার হুগো ডুরোর গেলে সমতায় ফেরার পর পেপেলু স্পট কিক থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। হ্যান্ডবলের কারনে প্রথমার্ধের শেষভাগে ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গিও মামারডাশভিলি লাল কার্ড দেখে মাঠত্যাগ করেন। বিরতির পরপরই লিওয়ানদোস্কি বার্সাকে সমতায় ফেরানোর পর ম্যাচের শেষদিকে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন।
বার্সা কোচ জাভি হার্নান্দেজ আগামী মৌসুমেও দলের সাথে থাকছেন বলে ঘোষনা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের পর কালই প্রথম মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমি মনে করি পুরো দল আজ ভাল খেলেছে। আমাদের মধ্যে প্রশান্তি ছিলনা। কিন্তু দলের মনোভাব নিয়ে আমি সন্তুষ্ট।’
এই জয়ে বার্সেলোনা প্রতিবেশী জিরোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শনিবার তৃতীয় স্থানে থাকা জিরোনা সফরে যাবে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে কাতালান মিনোস জিরোনা।