শহীদ আহসানউল্লাহ মাস্টার জাতীয়  টার্গেটবল প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের উদ্যোগে শহীদ আহসানউল্লাহ মাস্টার জাতীয় টার্গেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সোমবার দুপুরে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের সভাপতি মো. আখতারুজ্জামান খান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অল্প সময়ে শুরু হলেও খেলাটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আমি আশা করি ভবিষ্যতে এটি আরো বিকশিত হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা বাড়লে রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতা পেতেও সহজ হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।  মাননীয়  প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি সবসময়  সকল ধরনের খেলাকে  উৎসাহিত করে থাকেন।’১২টি পুরুষ ও ১২  মহিলা দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট আগামীকাল শেষ হবে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.