শিরোপার লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

ক্রীড়া প্রতিবেদক

এফএ কাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের পূর্ণ মনোযোগ এখন তাই লিগ শিরোপায়। ওই পথে বৃহস্পতিবার রাতে ব্রাইটন এন্ড হোব আলবিয়নের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

ম্যাচের ১৭ মিনিটে কেভিন ডি ব্রুইনি ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন। পরেই জোড়া গোল করেন ফিল ফোডেন। ইংলিশ ফরোয়ার্ড ২৬ ও ৩৪ মিনিটে ব্রাইটনের জালে বল পাঠান। এরপর ৬২ মিনিটে গোল করেন আর্লিং হালান্ডের জায়গায় শুরুর একাদশে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের লড়াই ছিল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের। এর মধ্যে লিভারপুল সর্বশেষ তিন লিগ ম্যাচের দুটিতে হেরে লড়াই থেকে ছিটকে গেছে। এখন আর্সেনালের সঙ্গে ম্যানসিটির লড়াই। ওই লড়াইয়ে এগিয়ে ম্যানসিটি।

৩৩ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭৬। এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট তুলেছে আর্সেনাল। সমীকরণ যা দাঁড়িয়েছে গানাররা সবগুলো ম্যাচে জয় পেলে এবং ম্যানসিটি কোন একটা ম্যাচে ড্র করলে শিরোপার সুরহা হবে গোল ব্যবধানে। ওই সমীকরণ মাথায় রেখেই যেন এগোচ্ছে পেপ গার্দিওলার দল। ব্রাইটনের মাঠে ৪ গোল করে আর্সেনালের চেয়ে ৮ গোলে পিছিয়ে আছে ম্যানসিটি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.