শেখ রাসেল এয়ার রাইফেল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী শেখ রাসেল এয়ার রাইফেল প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন। চারটি ইভেন্টে ১৯টি ক্লাবের মোট ১০৬ জন শ্যূটার প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ছেলে ৫৯ জন ও মেয়ে ৪৭ জন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ।

এদিকে শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ২০২৪ অলিম্পিক গেমসকে সামনে রেখে সব প্রস্তুতি নিচ্ছে। ওয়াইল্ড কার্ড নয়। কোটা প্লেস অর্জন করে অলিম্পিকে অংশ নেয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। কিন্তু সব কিছুর মূলে অর্থ বড় বাঁধা বলছেন শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব। বিদেশে টুর্নামেন্ট খেলতে স্পন্সরের অভাবে হিমশিম খেতে হয় ফেডারেশনকে। তাই এই মুহূর্তে সরকারী পদক্ষেপ জরুরী বলছেন ইন্তেখাবুল হামিদ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.