ক্রীড়া প্রতিবেদক
পাঁচ দলের অংশগ্রহণে আজ ভারতের ভুবনেশ্বরে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভারত ছাড়া বাকি চার দল হচ্ছে বাংলাদেশ, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপাল। টুর্নামেন্ট শুরুর দিনই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলংকা। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এই ম্যাচের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তানভীর।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের হেড কোচ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। সাফের এই আসরের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো বলছেন তিনি। টুর্নামেন্টে সবার সাথে সবার খেলা হবে। সেরা দুই দল আগামী ৫ আগস্ট ফাইনালে খেলবে।