ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দল এই মুহূর্তে শ্রীলংকার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। গলে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছে। আগামী বুধবার শুরু হবে শ্রীলংকা ও বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই ওয়ানডে সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের ১৬ সদস্যের ওয়ানডে দলটি হচ্ছে এরকম মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান, পারভেজ হোসাইন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, শামীম হোসাইন, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
২ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম ওয়ানডে ম্যাচ। ৫ জুলাই একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পাল্লেকেলেতে ৮ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকা ও বাংলাদেশ তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলবে।