ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শ্রীলংকার কাছে ৩-০ সেটে হেরে গেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম সেট ২৮-২৬, দ্বিতীয় সেট ২৫-২০ ও তৃতীয় সেট একই ব্যবধানে হেরে খেলা শেষ করে স্বাগতিকরা।
নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিকরা।
২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ দল। ২০১৮ সালের পর এবারই প্রথম এই আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসময় উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।