ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নিয়েই আজ প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের সময় সাকিব টেস্ট ফর্মেট থেকে বিদায়ের ঘোষনা দেন। তবে সেখানে তিনি জানিয়েছিলেন ঘরের মাঠেই বিদায়ী টেস্টটা খেলতে চান। একইসাথে বলেছিলেন দেশে ফিরতে যদি তিনি নিরাপত্তার অভাববোধ করেন তবে কানপুরই হবে শেষ টেস্ট। রাজনৈতিক পট পরিবর্তনের কারনে নানা সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত সাকিব তার ইচ্ছানুযায়ী দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন।
ঘোষিত ১৫ সদস্যের দলের প্রত্যেকেই সর্বশেষ ভারত সফরে ছিলেন, বাদ পড়েছেন শুধু পেসার খালেদ আহমেদ। ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজে অংশ নিতে ইতোমধ্যেই বুধবার সকালে ঢাকা এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল। এছাড়া আজই ঢাকায় এসেছেন বাংলাদেশ দলের নতুন অন্তর্বর্তীকালীণ কোচ ফিল সিমন্স। চন্ডিকা হাতুরুসিংহেকে বরখাস্তের পর তার স্থলাভিষিক্ত হবার একদিনের মধ্যেই সিমন্স দলের সাথে যোগ দিয়েছেন।
প্রথম টেস্টের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুমফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটস দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।