ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানী অফ-স্পিনার সাজিদ খানের ঘুর্ণিতে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ফলো-অনের শঙ্কায় পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলো-অন এড়াতে আরও ২৫ রান করতে হবে টাইগারদের। হাতে আছে ৩ উইকেট।
৪ উইকেটে ৩০০ রান তুলে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ঘোষনা করে পাকিস্তান। এরপর ব্যাট হাতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মহাবিপদে পড়ে বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ৭৬ রান তুলেছে টাইগাররা। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ২২৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
টানা বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দুই দিন খেলা হয় মাত্র ৬৩ দশমিক ৩ ওভার। এর আগে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুই দিন মিলিয়ে ২ উইকেটে ১৮৮ রান করেছিলো সফরকারীরা।
বৃষ্টির কারনে তৃতীয় দিন মাঠে বল গড়ায়নি। তবে বৃষ্টি না থাকায় চতুর্থ দিনের খেলা সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়। ৯৮ দশমিক ৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষনা করে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ঘোষনার পর ব্যাটিং শুরু করেই বিপদে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতায় ফলো-অনে আজই পড়ার উপক্রম হয় বাংলাদেশের। তবে সেটি হতে দেননি সাকিব আল হাসান। বল হাতে ব্যর্থ সাকিব সাত নম্বরে নেমে প্রতিরোধ গড়েছেন। ৩টি চারে ৩২ বলে ২৩ রান তুলে দিন শেষে অপরাজিত থাকেন সাকিব। ১০ বল খেলে খালি হাতে অপরাজিত তাইজুল ইসলাম।
পাকিস্তানের সাজিদ ১২ ওভারে ৩৫ রানে ৬ উইকেট নেন। চার ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ২৮ বছর বয়সী সাজিদ।