ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সবার আগে এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ-ই একমাত্র অপরাজিত দল। চার ম্যাচ খেলে তিনটিতে জয় ও একটি ড্র করে ফাইনালে এসেছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায় ১-০ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। জয় পায় ২-১ গোলে। তৃতীয় ম্যাচে মালদ্বীপকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশের ছেলেরা। ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এরপর নেপালরে সাথে ১-১ গোলে ড্র করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
অন্যদিকে ভারত শুধু বাংলাদেশের কাছেই হেরেছে। বাকি তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। ভারত প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারায় ৪-০ গোলে। এরপর নেপালকে ৮-০ গোলে বিধ্বস্ত করে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফাইনালে নাম লেখায় ভারত।