ক্রীড়া প্রতিবেদক
সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালের কাঠমান্ডু পৌছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ায় মেয়েদের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। সাত দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
আর বি গ্রুপে লড়বে স্বাগতিক নেপাল, ভুটান ও শ্রীলংকা। প্রতি গ্রুপ থেকে দুটি দল যাবে সেমিফাইনালে। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল। ফাইনাল খেলতে পারাই প্রাথমিক লক্ষ্য সাবিনাদের।
আজ কাঠমান্ডু পৌছার পর দলের সবাইকে বিশ্রাম দেয়া হয়েছে। আগামীকাল বিকেলে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন দলীয় ম্যানেজার আমিরু ইসলাম বাবু।