ক্রীড়া প্রতিবেদক
ফিফা রেংকিং এ বাংলাদেশের অবস্থান ১৮৩ তম আর ফিলিস্তিন ৯৭ তম স্থানে। অর্থাৎ বাংলাদেশ ৮৬ ধাপ পিছিয়ে ফিলিস্তিনের চেয়ে। সেই ফিলিস্তিন এর বিপক্ষে আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কুয়েতে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় আর বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়। ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ চোখে চোখ রেখে লড়তে চায়।
অনেকদিন ধরেই একসাথে ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এর সুফল আসবে বলেই বিশ্বাস করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শারীরিক দিক দিয়ে ফিলিস্তিন এর ফুটবলাররা অনেক এগিয়ে বাংলাদেশের ফুটবলারদের চেয়ে। এ বিষয়টা মাথায় থাকবে বলে জানিয়েছেন জামাল ভূঁইয়া।
ফিলিস্তিন মোকাবেলায় দলের সবাই প্রস্তুত বলে জানিয়েছেন রাকিব হোসেন। সুযোগ তৈরি করে গোল করার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন রাকিব। ফিলিস্তিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে। ফিলিস্তিনকে সামাল দেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া।
কুয়েতে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ দলকে পেয়ে দারুন উচ্ছ্বাসিত প্রবাসীরা। সবাইকে মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা।