সিলেটে বন্যার কারণে সাবিনাদের ম্যাচ ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

সিলেটের বন্য পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বন্যার পানি এরই মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। এর ফলে সিলেটে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তাই এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়।

সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের ফিফা টায়ার-১ এর আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল।

কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়েছে। ম্যাচ দু’টি পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ২৩ ও ২৬ জুন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.