ক্রীড়া প্রতিবেদক
রোমাঞ্চকর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মত নেশন্স লিগের শিরোপা জয় করেছে পর্তুগাল। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। আলভারো মোরাতা পেনাল্টি মিস করার পর রুবেন নেভেসের স্পট কিকের গোলে পর্তুগীজদের জয় নিশ্চিত হয়। নিয়মিত সময়ে দুইবার পিছিয়ে থেকে পর্তুগাল সমতা ফেরায়। দারুন লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উপস্থিতিতে পর্তুগালরা ছিল বেশ উজ্জীবিত।
ম্যাচের শুরু থেকেই দুই স্প্যানিশ তরুণ নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল পর্তুগালের রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। ২১ মিনিটে ইয়ামাল বক্সের বাইরে থেকে চিপ করলে পর্তুগালের এলেমেলো রক্ষনভাগের সুযোগে মার্টিন জুবিমেন্ডি স্পেনকে এগিয়ে দেন। যদিও পর্তুগাল দ্রুতই ম্যাচে ফিরে আসে। পাঁচ মিনিট পর পেড্রো নেটোর থ্রু বলে দুর্দান্ত নুনো মেনডেস লো শটে পর্তুগালকে সমতায় ফেরান। ২০২৪ ইউরো ফাইনালের গোলদাতা মিকেল ওয়ারজাবাল প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারো স্পেনকে এগিয়ে দেন।
ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। জার্মানীর বিপক্ষে সেমিফাইনালে জয়সূচক গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরো একবার পর্তুগালের ত্রাতা হিসেবে উপস্থিত হন। ৬১ মিনিটে মেনডেসের ক্রসে রোনাল্ডোর ভলি আটকানোর সাধ্য ছিলনা স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমনের। স্পেনের বিপক্ষে ১০ ম্যাচে এটি রোনাল্ডোর চতুর্থ গোল। এর আগে তিনটিই এসেছিল ২০১৮ বিশ্বকাপে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে।
পেশীতে টান পড়ায় ৮৮ মিনিটে রোনাল্ডো বদলী বেঞ্চে চলে যান। অতিরিক্ত সময়ে রোনাল্ডে বিহীন পর্তুগাল স্পেনের উপর আধিপত্য দেখিয়েছে। শেষ পর্যন্ত শিরোপা নির্ধারনে ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। দুই দলই প্রথম তিনটি শটে সফল ছিল। পর্তুগালের হয়ে চতুর্থ শটটি করেন মেনডেস। কিন্তু চতুর্থ শটে মোরাতার স্পট কিক রুখে দেন দিয়োগো কস্তা। শেষ শটে সতীর্থদের পথ ধরেই নেভেস কোন ভুল করেননি। মিউনিখে উপস্থিত লাল-সবুজ পর্তুগীজ সমর্থকদের আনন্দে ভাসিয়ে রোনাল্ডোদের হাতে উঠে মর্যাদাকর নেশন্স লিগের দ্বিতীয় শিরোপা।