ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলে স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রথমবারের মতো প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়ে খেলছে স্বাধীনতা কাপে। শুরুতেই পেয়েছিল জায়ান্ট আবাহনীকে। ২-১ গোলে ম্যাচ হেরেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
তবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুর দিকে নজড় কেড়েছে তাদের খেলা। ম্যাচের ১০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় স্বাধীনতা ক্রীড়া সংঘের। উজবেকিস্তানের মিডফিল্ডার মাভলোনোভ দারুণ একটা লং বল দেন বসনিয়ার ফরোয়ার্ড তারকোভিচের উদ্দেশ্যে। তারকোভিচ বলের নিয়ন্ত্রণ নিয়ে যে শটটা নিলেন তাতে বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ১৬ মিনিটে আচমকাই দূরপাল্লার এক শট নেন স্বাধীনতা সংঘের তারকোভিচ। মনে হচ্ছিল বল জালে জড়াবে। কিন্তু অল্পের জন্য তা চলে যায় সাইড পোস্টের পাশ দিয়ে।
২৯ মিনিটে লিড নেয় ঢাকা আবাহনী। ফয়সালের ক্রস স্বাধীনতার এক ফুটবলারের মাথা ছুয়ে মেহেদী হাসান রয়েলের কাছে আসলে হেডে বল জালে জড়ান তিনি। ৩২ মিনিটে ড্যানিয়েল কলিন্ড্রেসের কর্ণারে মাথা ছুয়েছিলেন আবাহনীর অধিনায়ক রাফায়েল। বল সাইড পোস্ট ঘেষে চলে যায়।
৪৫ মিনিটে দুই দু’বার গোলের সুযোগ নষ্ট হয় আবাহনীর। ইমন মাহমুদের ক্রস থেকে বুলেট গতিতে হেড নিয়েছিলেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। কিন্তু প্রস্তুত ছিলেন স্বাধীনতা সংঘের গোলকিপার রাজু আহমেদ। ঢাকার মাঠের পরিচিত মুখ কোস্টারিকার ড্যানিয়েল কলিন্ড্রেস যে শটটা নিলেন তাতে ক্রসবার বাঁধা না হয়ে দাঁড়ালে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যেতে পারতো ঢাকা আবাহনী।
৫৮ মিনিটে গোল দিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ব্রাজিলিয়ান রাফায়েল তার ক্লাস দেখিয়েছেন। দারুণভাবে বলের নিয়ন্ত্রণে বাকানো গ্রাউন্ড শটে গোল করেন তিনি।
৮৮ মিনিটে ভালো একটা সুযোগ নষ্ট করেছেন রাকিব। রাফায়েল দুর্দান্ত এক বল দিয়েছিলেন। স্বাধীনতার সীমানায় ঢুকেও গিয়েছিলেন রাকিব। কিন্তু কাজে লাগাতে পারেন নি। ম্যাচের শেষ দিকে ব্যবধান কমিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। উজবেকিস্তানের মাভলোনোভ দারুণ এক গোল করেছেন। আর তাই আবাহনীর ২-১ গোলের জয়ে শেষ হয়েছে ম্যাচ।