ক্রীড়া প্রতিবেদক
ওমানে মেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হংকংকে ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চার গোলের তিনটিই ফিল্ড গোল। একটি এসেছে পেনাল্টি কর্ণার থেকে।
ম্যাচের দুই মিনিটেই লিড নেয় বাংলাদেশ। গোল করেন মোহাম্মদ আলী। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান। ২১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে স্কোরলাইন ৩-০ করেন আমিরুল ইসলাম। ৫৭ মিনিটে শেষ গোলটি করেন মোহাম্মদ আলী। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে। পুল বিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। মেন্স জুনিয়র এএইচএফ হকি টুর্নামেন্টে আটটি দল খেলছে। এখান থেকে চারটি দল জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।