ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডেই ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দশ জনের মোহামেডান হারিয়ে দিয়েছে তাদের। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক মোহাম্মদ সুজন। গোলপোস্টের মূল সেনানীকে ছাড়াও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে কিংসকে হারিয়েছে। ৭০ মিনিটেরও বেশি সময় দশ জন নিয়ে খেলেছে মোহামেডান।
গত মাসে মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে এগিয়ে গিয়েও কিংসের কাছে ৩-১ গোলে হার মানতে হয়েছিল মোহামেডানকে। দুই সপ্তাহের মাথায় মোহামেডান সেই হারের প্রতিশোধ নিলো নিজেদের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে।
মোহামেডানের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচের ৫৮ মিনিটে দ্রুতগতির আক্রমণে মালির ফুটবলার সুলেমান বক্সের সামনে বল পান। ডিফেন্ডার ও গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান। একমাত্র গোলদাতা মালির সোলেমান দিয়েবাতের হ্যাটট্রিকও হতে পারতো। ৫৮ মিনিটে গোল করেছেন, ৭৫ মিনিটে তার গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। ৮২ মিনিটে পেনাল্টি মিস করেছেন। আরেক ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। দুটি গোলই করেন নাবিব নেওয়াজ।