ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও মরক্কো। বড়দের দেখানো পথেই হাঁটছে আর্জেন্টিনার যুবদল। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে তারা।
আজ টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মধ্যে বল পেয়ে ডানপায়ের শটে তা জালে জড়ান এই ফরোয়ার্ড।
এদিকে অভূতপূর্ব নাটকীয়তায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোরে ফ্রান্সকে ৫–৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দলটি।
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১–১ সমতায় থাকলে টাইব্রেকারে যায় খেলা। সেখানেই নায়ক হয়ে ওঠেন মরক্কোর তৃতীয় গোলরক্ষক আবদেলহাকিম এল মেসবাহি। অতিরিক্ত সময়ের শেষদিকে বদলি হিসেবে নামানো হয় তাকে এবং তার সেভেই নির্ধারিত হয় জয়-পরাজয়।