ক্রীড়া প্রতিবেদক
দম ফেলার যেন সময় নেই ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশের নারী ফুটবলারদের। মিয়ানমার থেকে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলেই এখন আবার নামতে হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ মিশনে। মিয়ানমারে বাছাই পর্ব খেলে আসা জাতীয় দলের আট জন আছেন বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে।
১১ থেকে ২১ জুলাই বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত হবে চার দলের এই টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি তিন দল নেপাল, ভুটান ও শ্রীলংকা। প্রতিটি দল একে অন্যের সাথে দু’টি করে ম্যাচ খেলবে। যে দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে তারাই হবে চ্যাম্পিয়ন। জাতীয় দলের মত সাফ অনূর্ধ্ব ২০ দলেরও অধিনায়ক আফঈদা খন্দকার। মিয়ানমার থেকে ইতিহাস সৃষ্টি করে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ
সাফের বয়স ভিত্তিক দলে সবসময়ই সাফল্য পেয়ে থাকে বাংলাদেশ নারী দল। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে দল তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ। বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যের মাস্টারমাইন্ড হেড কোচ পিটার বাটলার থাকছেন অনূর্ধ্ব ২০ দলের দায়িত্বে।