ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে স্বাধীনতা কিংসের কাছে হারের প্রতিশোধ নিল বসুন্ধরা কিংস। প্রথম পর্বে স্বাধীনতার কাছে ২-১ গোলে হেরে বিপিএল শুরু করেছিল বসুন্ধরা। এবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে সেই স্বাধীনতাকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিল কিংসরা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। বসুন্ধরা কিংসের হয়ে আজ অভিষেক হয়েছে তাদের দুই নতুন বিদেশী ফুটবলার মিগেল ফিগেইরা ও নুহা মারংয়ের। অভিষেকেই গোল পেয়েছেন মিগেল। বসুন্ধরার দুটি গোলই করেছেন তিনি।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরার বিপক্ষে আজ মোটেই সুবিধে করতে পারেনি স্বাধীনতা ক্রীড়া সংঘ। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল তারা। অন্যদিকে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২৮ মিনিটে লিড নেয় বসুন্ধরা। বিশ্বনাথের লম্বা থ্রো থেকে স্বাধীনতার জালে বল জড়ান মিগেল।
দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় বসুন্ধরা কিংস। ৩৭ মিনিটে ইয়াসিন আরাফাত প্রতিপক্ষের ফুটবলারকে কোন সুযোগ না দিয়ে দারুণভাবে বল নিয়ে তা বাড়িয়ে দেন পেনাল্টি সীমানার ভেতরে থাকা মিগেলের উদ্দেশ্যে। বল জালে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেন নি তিনি। তবে প্রমার্ধে দুই গোল হলেও দ্বিতীয়ার্ধ ছিল গোলশুন্য। আর তাই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।