অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মাটিতে কম রান করেও জয় পেয়েছে ভারত। অজিদের ঘরের মাঠে কম রানে আটকে দেওয়ার কীর্তিও গড়েছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থটিতে ৪৮ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নিয়েছে সূর্যকুমার যাদবের দল। গ্রিনসল্যান্ডের কার্রারা ওভালে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৬৭ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ৮ বল থাকতে ১১৯ রানে অলআউট হয়ে যায়।

ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভগন গিল কিছুটা ধীরে ব্যাটিংয়ে ৫৬ রানের জুটি গড়েন। অভিষেক ২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রান করেন। গিল ৩৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৬ রান করে ফিরে যান। তিনে নামা পেস অলরাউন্ডার শিভাম দুবে ১৮ বলে ২২ রান যোগ করেন।

পরে চারে নামা অধিনায়ক সূর্যকুমার ও স্লগে ব্যাটিং করা অক্ষর প্যাটেল ছোট্ট দুটি ঝড়ো ইনিংসে লড়াই করার পুঁজি এনে দেন দলকে। সূর্যকুমার ১০ বলে দুই ছক্কায় ২০ রান করেন। অক্ষর ১১ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করে অপরাজিত থাকেন।

জবাবে দুই অজি ওপেনার মিশেল মার্শ ও ম্যাথু শট রান পেলেও অন্যদের ব্যর্থতায় ধসে যায় তারা। অধিনায়ক মার্শ ২৪ বলে চারটি চারের শটে ৩০ রান করেন। শট ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড (১৪), মার্কোস স্টইনিস (১৭) সেট হয়ে আউট হয়ে যান। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং অক্ষর ও দুবে দুটি করে উইকেট নেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.