ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়ায় নিগার সুলতানা জ্যোতির দল মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অজি মেয়েরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল (রোববার) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগ্রেস স্পিনার ফাহিমা খাতুন বলেন, ‘কালকের ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি (ভালো) ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা যায়। আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।’
প্রথম ওয়ানডে নিয়ে ফাহিমা বলেন, ‘বোলিংয়ে আমাদের লক্ষ্য ছিল আমাদের যে শক্তি আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। তারা অনেক বড় দল, তবে আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের যে শক্তি আছে, (সেটা দিয়েই) আমাদের সেরা ক্রিকেট খেলার। আমরা অনেকটাই ভালো বোলিং করেছি, মাঝখানে একটু ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ডিংও ছিল। এ কারণে তারা রানটা ২০০ পার করতে পেরেছে।’
অন্যদিকে, আগামীকালকের ম্যাচ দিয়ে সিরিজ নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন অজি ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড, ‘সিরিজ জেতাই লক্ষ্য আসলে। আমরা প্রথম ম্যাচটা বেশ ভালোভাবে নীরিক্ষা করেছি। কিছু জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমাদের উন্নতি করতে হবে। তবে হ্যাঁ এটাই (সিরিজ জেতা) লক্ষ্য আসলে।’