আইপিএলে নারিনকে ম্লান করলেন বাটলার

ক্রীড়া প্রতিবেদক

গত ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিকে ম্লান করে নায়ক হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের সেঞ্চুরিকে বিফল করলেন বাটলার। নারিনের সেঞ্চুরির সুবাদে কলকাতার ৬ উইকেটে ২২৩ রানের জবাবে পাল্টা শতক হাঁকিয়ে রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার। ৬০ বলে ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড় তোলেন নারিন। রাজস্থানের বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় এই ব্যাটার। ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। ১৩ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৬টি ছক্কা। এছাড়া ১৮ বলে ৩০ রান করেন আংক্রিস রঘুভানশী। এতেই ২২৩ রানের বড় স্কোর দাঁড়ায় কলকাতার।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন বাটলার। হাঁকিয়ে ফেলেন চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। তার ১০৭ রানের ইনিংসে ছিল ৯ বাউন্ডারি আর ৬ ছক্কার মার। শেষে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। বাটলারকে সঙ্গ দিয়েছেন রিয়ান পরাগ (৩৪) ও রভমান পাওয়েল (২৬)।

আইপিএলের ইতিহাসে রান তাড়ায় এটিই সবচেয়ে বড় জয়। এর আগে ২০২০ সালে কলকাতার ২২৩ রান তাড়া করেই ম্যাচ জিতেছিল রাজস্থান। এবার নিজেদের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড করলো তারা। ওই ম্যাচটি রাজস্থান জিতেছিল ৪ উইকেটে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.