ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার ৪০টি জেলা দল অংশ নিচ্ছে। খেলা হবে দেশের সাতটি ভেন্যুতে। সাত ভেন্যুর চ্যাম্পিয়ন ও বেস্ট রানার্স আপ দল অর্থাৎ আট দল নিয়ে ২৫ মার্চ থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা।
এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় ক্যাম্পে সুযোগ করা দেয়া হয় বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রতিটি দলের জন্য অংশগ্রহণ ফি এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য প্রাইজমানি থাকছে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাই সোহাগ, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমের খান, টিপু সুলতান ও নুরুল ইসলাম এবং মহিলা কমিটির সদস্য আয়েশা জামান খুকি ও নাসরিন আক্তার বেবি।