আট গোলের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের স্বর্ণ জয়

ক্রীড়া প্রতিবেদক

অতিরিক্ত সময়ে বদলী খেলোয়াড় সার্জিও ক্যামেলোর জোড়া গোলে অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছে স্পেন। থিয়েরি অঁরির ফ্রান্স অবশ্য এর আগে দারুনভাবে ম্যাচে ফিরে এসে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল।

পার্ক ডি প্রিন্সেসে ২৮ মিনিটের মধ্যে ৩-১ গোলে এগিয়ে থাকার পর স্পেনের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এনেজো মিলোট ফ্রান্সকে এগিয়ে দেবার পর ফারমির লোপেজের দুই গোল ও এ্যালেক্স বায়নার ফ্রি-কিকে পুরো ম্যাচের চেহারা পাল্টে যায়। ৭৯ মিনিটে মাহনেস আলিউচের গোলের পর স্টপেজ টাইমে জিন-ফিলিপ মাতেতার পেনাল্টির গোলে ফ্রান্স দুর্দান্ত ভাবে লড়াইয়ে ফিরে আসে। ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। রায়ো ভায়োকানো ফরোয়ার্ড ক্যামেলা ১০০ মিনিটে স্পেনকে এগিয়ে দেবার পর একেবারে শেষ মুহূর্তে আরো এক গোল করে স্বর্ণ জয় নিশ্চিত করেন।

তিন বছর আগে টোকিও গেমসে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্পেনকে। ১৯৯২ বার্সেলোনা গেমসের পর এনিয়ে দ্বিতীয়বারের মত অলিম্পিকে স্বর্ণ জয় করলো স্পেন। বার্সেলোনায় স্বর্ণ জয়ী দলের সদস্য ছিলেন বর্তমানের দুই জনপ্রিয় কোচ পেপ গার্দিওলা ও লুইস এনরিকে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.