ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী যুবকদের অংশগ্রহণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ফুটবল ফর অল প্লাটফর্মের আয়োজনে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ ও আমপুচি খেলোয়াড় বাছাই বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘কোভিডোত্তর বিশ্বের টেকশই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’।
অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টের পল থমাস স্মলি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি অব দ্যা ডিজেব্যালড এর সেক্রেটারি জেনারেল ইফতেখার হোসেন সোহেল, ফুটবল ফর অল এর টিম লিডার মোঃ বদিউজ্জামান আল-আমিন এবং ফুটবল ফর অল
এর কো-অর্ডিনেটর নাইমা আফরিন। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও মেডেল প্রদান করা হয়।