ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসে স্বাগতিকরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ সেটে ম্যাচ জিতে বিজয়ের হাসি হাসে বাংলাদেশ।
প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হারে স্বাগতিকরা। তবে চতুর্থ সেট ২৫-১৯ পয়েন্টে জিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ ইসমাইল হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলংকা।